আমি যাহরা,

Tobaraq - তবারক, হল আমার ইন্টারনেট দুনিয়ার ছোট এক টুকরো ভালোবাসার স্থান। 


Tobaraq - তবারক, শুধুই একটি নাম বা পেজ বা সাইট নয়, এটা আমার আবেগ, ভালো লাগা, এবং ভালোবাসার আরেকটি নাম। যার সৃষ্টিকর্তা আমি স্বয়ং। 


শখের বশে, যখন আমি student ছিলাম তখন এটা শুরু করি। তবে ২০২০ সাল থেকে পরিপূর্ণ ব্যবসায় পরিণত করি। আল্হামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি সবার কাছ থেকে। 

এই পথ চলার রাস্তা টা মোটেও সহজ ছিল না, তবে আল্লাহর অশেষ রহমতে সকল বাধাকে পেরিয়ে আমি  আজ সফল । 

আমি ঢাকা তে থাকি।